শেষ বেলায় ফুরসত দেখছেন না মুশফিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৬ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই জাতীয় দলের পরিচিত মুখ মুশফিকুর রহিম। লম্বা সময় ধরে দলের মিডল অর্ডারের ভার বহন করে আসছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। বেলায় বেলায় সময় যে বেশ গড়িয়েছে, সেটা বুঝতে পারছেন মুশফিক। সময়টাকে ক্যারিয়ারের শেষভাগ হিসেবে দেখছেন তিনি। যে কারণে ফুরসতের সময় দেখছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।
নিজেকে আরেক ধাপ ওপরে নিয়ে যেতে চান মুশফিক। ৫০-৬০ রানের ইনিংস খেলেই সন্তুষ্টি নয়, দলের জন্য ম্যাচজয়ী অনেক ইনিংস খেলতে চান ডানহাতি এই ব্যাটসম্যান।

সব কিছু ঠিক থাকলে আরও একটি বিশ্বকাপ খেলে ফেলতে পারেন মুশফিক। তাঁর লক্ষ্যও তেমনই। যে কারণেই ক্যারিয়ারের শেষ ভাগে বিশ্রাম নেয়ার কথা ভাবছেন না তিনি।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মুশফিক। ভিন্ন কন্ডিশন এবং শক্ত প্রতিপক্ষদের বিপক্ষে খেলেই আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন তিনি।
মুশফিক বলেন, ‘আমি এখন আর ছোট নই। তাই যেভাবে খেলে বেশি ভালো ফলাফল পাবো সেভাবেই খেলব। সত্যি বলতে আমি এখন ক্যারিয়ারের শেষ ভাগে আছি। আমার এখন আর বিশ্রাম করার সময় নেই। ১০-১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর এখনই সময় নিজের ক্রিকেটকে আরও একধাপ উপরে নিয়ে যাওয়ার।
শুধু ৫০-৬০ করেই সন্তুষ্ট থাকতে চাই না, দলের জন্য ম্যাচজয়ী ইনিংস খেলতে চাই। আমার বিশ্বাস নিজের খেলাকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারব। যখন আপনি কঠিন প্রতিপক্ষ এবং ভিন্ন কন্ডিশনে ভালো করবেন, আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।’