বোলার মাহমুদউল্লাহর অনুপস্থিতি মোসাদ্দেকের বড় সুযোগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরির কারণে বোলিং করতে পারছেন না মাহমুদুল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপে মাশরাফিবাহিনীকে বোলিং সার্ভিস দিতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার।
মাহমুদউল্লাহর অভাব অবশ্য দলকে বুঝতে দেননি তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বিশ্বকাপ এবং ত্রিদেশীয় সিরিজে বল হাতে দলকে পথ দেখিয়েছেন মোসাদ্দেক।

শ্রীলঙ্কা সফরেও শুধু ব্যাটসম্যান মাহমুদউল্লাকে পাচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞ এই ক্রিকেটার বোলার হিসেবে না থাকায় এটাকে সুযোগ হিসেবে দেখছেন মোসাদ্দেক। যা তাঁকে অলরাউন্ডার হিসেবে এগিয়ে রাখবে বলে বিশ্বাস তাঁর।
বিশ্বকাপে কৃপণ বোলিং করার পাশাপাশি দলকে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দলের জন্য অবদান রেখেছেন মোসাদ্দেক। শ্রীলঙ্কা সিরিজেও একই কাজ করে দেখাতে চান তরুণ এই অলরাউন্ডার।
অলরাউন্ডার হিসেবে এগিয়ে থাকার বিষয়ে মোসাদ্দেক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করার পর থেকেই প্রায় প্রত্যেক ম্যাচেই বল হাতে অবদান রাখতে হয় দলের জন্য। যখন রিয়াদ ভাই বোলিং করতেন তখনও আমি ৫-৬ ওভার বোলিং করেছি।
এভাবে চিন্তা করি নাই যে রিয়াদ ভাই নেই। রিয়াদ ভাই না থাকলে আমার সুবিধা বা আমি বাড়তি সুযোগ পাচ্ছি বোলিং করার। এদিক থেকে চিন্তা করলে অবশ্যই আমি এগিয়ে থাকবো অলরাউন্ডারের দিক থেকে।’
বিশ্বকাপে বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। তাঁর বাকি উইকেটটি আফগানিস্তানের বিপক্ষে।