ক্রিকইনফোর টুর্নামেন্ট সেরা সাকিব

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর বিবেচনায় সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। বাংলাদেশ অলরাউন্ডারকে টুর্নামেন্ট সেরা নির্বাচিত করেছে তারা। এবারের বিশ্বকাপে ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়েছেন সাকিব।
পুরো আসরে বাংলাদেশ দলকে একাই টেনেছেন সাকিব। দুটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি করার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে বল হাতে ৫ উইকেট নেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এমন অলরাউন্ড নৈপুণ্যের জন্য তাঁকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেয়া হয়েছে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেটোরিও ক্রিকইনফোর সঙ্গে সুর মিলিয়েছেন। তাঁর মতে, কেন উইলিয়ামসন, রোহির শর্মাদের থেকেও এগিয়ে ছিলেন সাকিব।
ভেটোরি বলেন, ‘তার অলরাউন্ড নৈপুণ্যে আমি মুগ্ধ। রোহিত শর্মা, কেন উইলিয়ামসন, জো রুট কিংবা বেয়ারস্টোদের চেয়েও আমার কাছে এগিয়ে সে। তিনে নেমে ৬০০'র উপরে রান এবং ১১ উইকেট সহজ কথা নয়।
বাংলাদেশকে সে একাই টেনে নিয়ে গিয়েছে, দলের বোলিং বিভাগেও সে সবার থেকে এগিয়ে। তাই আমার কাছে টুর্নামেন্ট সেরা সে।’
ইএসপিএন সাকিবকে টুর্নামেন্ট সেরা ঘোষণা করলেও বিশ্বকাপ সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডকে ফাইনালে নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
আসরের চতুর্থ সর্বোচ্চ রান শিকারি ব্যাটসম্যান ছিলেন এই কিউই। ১০ ম্যাচে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করা উইলিয়ামসন রান করেছেন ৫৭৮ রান। তবে তাঁর চৌকস অধিনায়কত্বই তাঁকে টুর্নামেন্ট সেরার পুরস্কার এনে দিয়েছে।