পুরনো দায়িত্বে বাংলাদেশ দলে ফিরছেন রামানায়েকে?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেতে পারেন শ্রীলঙ্কার চাম্পাকা রামানায়েকে। সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের জায়গায় তাকে দায়িত্ব দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শুধু শ্রীলঙ্কা সফরের জন্য মাশরাফি বিন মুর্তজা-মুস্তাফিজুর রহমানদের সঙ্গে কাজ করবেন রামানায়েকে।

‘চাম্পাকা আমাদের সঙ্গে আগে থেকেই আছে। এর আগেও দলের সঙ্গে কাজ করেছে সে। আসন্ন শ্রীলঙ্কা সফরে আমরা তাকে বোলিং কোচ হিসেবে নিয়ে যাচ্ছি।’ আকরাম খান বলেছেন।
গেল বছর শ্রীলঙ্কার মাটিতে নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। সে সময় রামানায়েকেকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছিল বিসিবি।
এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন লঙ্কান এই কোচ। বাংলাদেশ দলের খারাপ সময়ে আবার তাকেই পাশে চায় বিসিবি।
চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজটির জন্য এখনও দল ঘোষণা করা হয়নি।