শিরোপা জিততে নিউজিল্যান্ডের দরকার ১৬
ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান। জবাবে ব্যাটিং করছে ইংল্যান্ড।
সুপার ওভারে ইংল্যান্ডঃ
সুপার ওভারে ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করতে নামেন ম্যাচ ঘুরিয়ে দেয়ার দুই নায়ক জস বাটলার আর স্টোকস। বোল্টের ওভারে তোলেন তারা ১৫ রান।সুপার ওভারে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫ রান। ফলে নিউজিল্যান্ডের জিততে দরকার ১৬ রান।

সুপার ওভারে বিশ্বকাপ ফাইনালঃ
শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রান। ট্রেন্ট বোল্টের করা সে ওভার থেকে ১৪ রান নিতে পারেন বেন স্টোকস। এর মধ্যে একটি ছয় ও একটি চার ছিল। এর ফলে যে কারণে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাই হয় ফাইনাল ম্যাচ। তাই সুপার ওভারে নির্ধারণ হবে চ্যাম্পিয়ন।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ডঃ ২৪১/৮ (৫০ ওভার)
(নিকোলস ৫৫, লাথাম ৪৭; প্লাঙ্কেট ৩/৪২, ওকস ৩/৩৭)
ইংল্যান্ডঃ ২৪১/১০ (৫০ ওভার)