ইমরুলদের আসল প্রতিপক্ষ এখন বৃষ্টি

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচের তৃতীয় দিনেও ছিল বৃষ্টির হানা। রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৩.২ ওভার ব্যাটিং করতে পেরেছে স্বাগতিকরা। প্রথম দিন মাত্র ৭.৪ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন পুরোটা গেছে বৃষ্টির পেটে। সব মিলিয়ে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল ৪১ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১১২ রান সংগ্রহ করেছে।
এক উইকেটের বিনিময়ে ১৮ রান নিয়ে প্রথম দুই দিন শেষ করা বাংলাদেশ ‘এ’ দলের ওপেনার নাঈম শেখ এদিন তুলে নিয়েছেন অর্ধশতক। ১১৩ বলে ৪ চার এবং এক ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
লেগ স্পিনার কায়েস আহেমদের বলে ক্যাচ দিয়ে থামতে হয় তাঁকে। তিনে নামা রকিবুল হাসান ৩৮ রানে অপরাজিত রয়েছেন। ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন ফজলে রাব্বি।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান ‘এ’ দলের অধিনায়ক নাসির জামাল। বৃষ্টির কারণে মাত্র ৭.৪ ওভার খেলা হয়েছে প্রথম দিন। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রানের মাথায় ওপেনার এবং অধিনায়ক ইমরুল কায়েসের উইকেট হারিয়ে বসে ‘এ’ দল।
ইয়ামিন আহমদজাইয়ের বলে উইকেটরক্ষক আফসার জাজাইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমরুল। স্বাগতিকরা এক উইকেটে ১৮ রান তোলার পর বৃষ্টি হানা দেয়। দ্বিতীয় দিনেও ছিল বৃষ্টির হানা। এদিন একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে তৃতীয় দিনেও পুরোটা সময় খেলতে পারেনি দল দুটি।
দুটি চারদিনের ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে সাত উইকেটের বিশাল ব্যবধানে হার মানেন ইমরুল কায়েস, এনামুল হক বিজয়রা। সব মিলিয়ে আফগানদের ছাপিয়ে ইমরুলদের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বৃষ্টি। কারণ এই ম্যাচ ড্র হলেই সিরিজ খোয়াতে হবে ‘এ’ দলকে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ১১২/২, ওভার- ৪১
রকিবুল ৩৮*, ফজলে রাব্বি ৩*; ইয়ামিন ১/১৬, কায়েস ১/৩৬