সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা সফর

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কার মাটিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাওয়া যাবে না। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন।
সাকিবের সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসকেও আসন্ন সিরিজে পাচ্ছে না মাশরাফিবাহিনী। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চোট নিয়েও রয়েছে শঙ্কা। যে কারণে আসন্ন সিরিজে তাঁর অংশগ্রহণ নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি বোর্ড প্রধাণ।
এছাড়া জাতীয় দলের আরও তিন ক্রিকেটার উইকেটরক্ষক মুশফিকুর রহিম, অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ এবং পেসার রুবেল হোসেনও চোটে ভুগছেন। তাদের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বোর্ড। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সব ক্রিকেটারের জন্য অপেক্ষা করা হবে।

পাপন বলেন, 'আমি শুনেছি মাশরাফি এখনও পুরোপুরি ফিট নয়, তার এখনও এমআরআই করানো হয়নি। সাকিবের বিষয়টি সে ছুটি চেয়েছিল পবিত্র হজ পালন করার জন্য আমরা সেটা মঞ্জুর করেছি। লিটন বিয়ের জন্য ছুটি চেয়েছে।
এই তিনজনকে আসন্ন সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। মুশফিক, রিয়াদ এবং রুবেলের ফিটনেসে সমস্যা রয়েছে। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে।'
চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলকে একাই টেনে নিয়ে গিয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দল সেমিফাইনালে না যেতে পারলেও টুর্নামেন্টে ৬০৬ রান এবং ১১ উইকেট শিকার করেছিলেন তিনি।
বিশ্বকাপ শেষে দেশে ফিরে হজ্জ পালন করতে বিসিবির কাছে ছুটি চেয়েছিলেন এই অলরাউন্ডার। অবশেষে তাঁর ছুটি মঞ্জুর করায় শ্রীলঙ্কা সিরিজে তাঁকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ দল।
অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরি থাকা সত্ত্বেও পুরো বিশ্বকাপেই খেলেছেন দলপতি মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপ শেষে দেশে ফিরলেও এখনো তাঁর চোট পুরোপুরি সেড়ে ওঠেনি। এমন অবস্থায় তাঁকেও পাওয়া নিয়ে রয়েছে সংশয়।