বরখাস্ত হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যোশি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফর্মেন্সের পর স্পিন বোলিং কোচ সুনিল যোশির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বরখাস্ত হওয়ার আগেই বাংলাদেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন এই ভারতীয়।
দেশটির স্পিন বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাঁকে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ড প্রধান পরাগ মারাঠে।

যোশিকে নিয়োগ দেয়া ছাড়াও বেশ কিছু বড় ধরণের পরিবর্তন এনেছেন তাঁরা। ভারতের সাবেক ক্রিকেটার কিরন মোরেকে দেশটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেও নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া ভারতের প্রবীণ আমরে এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পাওয়েলকে ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। আর অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাবেক পেস বোলিং কোচ ডেভিড স্যাকারকে বোলিং বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
জেমস পামেন্ট ফিলিং পরামর্শক হিসেবে কাজ করবেন। এই ব্যাপারে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের প্রধাণ পরাগ মারাঠে জানান, 'আমরা খুবই ভাগ্যবান যে এতো বড় বড় নাম যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন। এদের সবাই বিশ্বমানের কোচ এবং পরামর্শক এবং বড় বড় জায়গায় কাজ করেছেন। আমাদের বিশ্বাস দেশটির ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যেতে সাহায্য করবেন তারা।'
২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে নিয়োগ দেয়া হয় ভারতের সাবেক স্পিনার সুনিল যোশিকে। দুই বছর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করলেও চলমান বিশ্বকাপে টাইগারদের হতাশাজনক পারফর্মেন্সের কারণে তাঁর সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় বিসিবি।