ড্রয়ের পথে মুমিনুল-জহুরুলদের ম্যাচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টের শেষ দিন মাত্র ১৭৫ রানে গুঁটিয়ে গিয়েছে বিসিবি একাদশ। জয়ের জন্য ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ৩২২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মুমিনুল হকের দল।
সেই লক্ষ্যে এখন ব্যাট করছে ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৮ রান। একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন আরিফুল হক।

এর আগে শেষ দিনের শুরুতে ১ উইকেটে ৪২ রান নিয়ে খেলতে নামে বিসিবি একাদশ। ব্যাট করতে নেমে দিনের শুরুতেই মুমিনুল হককে হারিয়ে বসে দলটি। ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।
খানিক পর আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত বিদায় নেন। এরপর দলের পক্ষে জুটি গড়েন ইয়াসির আলি রাব্বি এবং ওপেনার সাইফ হাসান। রাব্বি ২০ করে ফিরলেও সাইফ হাঁটতে থাকেন ফিফটির পথে।
ব্যক্তিগত ৪৭ রানে তাঁকে বিদায় করেন অর্থব দেশপান্ডে। সাইফ ফিরে যাওয়ার পর নীচের সারির ব্যাটসম্যানরা উইকেটে বেশিক্ষন থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত মাত্র ১৭৫ রানে অল আউট হয় বিসিবি।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে মুমিনুল হক এবং শান্তর সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৫০০ রান তুলেছিল বিসিবি একাদশ। জবাবে ৩৫৩ রানে গুঁটিয়ে যায় ভেদারভা, ৮ উইকেট শিকার করেন তাইজুল।