সাকিবের বদলি হবেন তাইজুল?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন বছর পর ওয়ানডে দলে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য তাঁকে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নাও নিতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র জানিয়েছেন, বিশ্বকাপ শেষে পবিত্র হজ্জ পালন করার জন্য ছুটি চেয়েছেন তিনি।

যদিও এখন পর্যন্ত তাঁর ছুটি মঞ্জুর করেনি বিসিবি। তবে সাকিব ছুটিতে গেলে তাইজুলকে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখতে পারেন নির্বাচকরা।
বর্তমানে ভারতের ড. (ক্যাপ্টেন) কে. থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্টে বিসিবি একাদশের হয়ে খেলছেন তাইজুল। ভিদারভা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট নিয়েছেন এই স্পিনার।
এই ম্যাচের পরই তাইজুলকে সেখান থেকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা করছে বিসিবি। তবে তাইজুলের ওয়ানডে দলে ফিরে আসা অনেকখানি নির্ভর করছে সাকিবের ছুটি পাওয়ার উপরে।
২০১৪ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয় তাইজুলের। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই ১১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন এই স্পিনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেললেও এরপর আর দলে জায়গা হয়নি তাঁর।
সর্বোশেষ ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পান এই বাঁহাতি স্পিনার। সেই সিরিজে মাত্র একটি ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছিলেন তাইজুল।