promotional_ad

ফাইনাল না দেখলে টিকিট বেচে দিন, ভারতীয়দের নিশাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লর্ডসে অনুষ্ঠেয় বিশ্বকাপের ফাইনালের ৯০ ভাগ টিকিট কেটে রেখেছে ভারতীয় সমর্থকরা। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচে ভারতীয়রা না আসলে অধিকাংশ আসন খালি পড়ে থাকবে। তাই ফাইনাল দেখতে না আসলে ভারতীয়দের টিকিট বিক্রির পরামর্শ দিয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।   


টুইটারে নিশাম লিখেছেন, 'প্রিয় ভারতীয় সমর্থকবৃন্দ, আপনারা যদি ফাইনাল দেখতে না আসেন তাহলে অফিসিয়াল প্ল্যাটফর্মের সাহায্যে টিকিট বিক্রি করে ফেলুন। অনেক বেশি দামে আপনারা হয়তো তা বিক্রি করতে পারবেন না, কিন্তু ক্রিকেট সমর্থকরা মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে।'



promotional_ad

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। সেই ম্যাচটি হারটি বেশ অপ্রত্যাশিত ছিল ভারতের কাছে।


কেননা গ্রুপ পর্বে আটটি ম্যাচ খেলে সাতটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বিরাট কোহলির দল। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে সেমিফাইনাল খেলেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।


এছাড়া শক্তির বিচারেও ভারতের থেকে পিছিয়ে নিউজিল্যান্ড। কিন্তু ম্যানচেষ্টারের ওল্ড ট্র্যাফোডে ভারতকে চমকে দেন কিউই পেসার ম্যাট হেনরি। 



ভারতের ইনিংসের শুরুতে তাঁর নেওয়া তিন উইকেটের কল্যাণেই এগিয়ে যায় কিউইরা। এরপর মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজার প্রচেষ্টায়ও ম্যাচে ফিরতে পারেনি ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball