সব ফরম্যাটেই আফগানদের নেতা রশিদ খান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ভরাডুবির পর গুলবাদিন নাইবকে সরিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
তিন ফরম্যাটেই তারকা লেগ স্পিনার রশিদ খানকে অধিনায়ক বানিয়েছে তারা। রশিদের ডেপুটি করা হয়েছে সাবেক অধিনায়ক আসগর আফগানকে।

অধিনায়ক হিসেবে রশিদ খানের অভিষেক হবে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। এরপর জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও নেতৃত্ব দেবেন তিনি।
সদ্য দায়িত্ব হারানো নাইবের অধীনে বিশ্বকাপের একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। শুধু তাই নয়, নাইবের পারফরম্যান্স নিয়েও যথেষ্ট সমালোচনা হয়েছে।
বল হাতে ৬.৩৯ ইকোনমি রেটে বোলিং করার পাশাপাশি মাত্র ২১.৫ গড়ে রান করেছেন তিনি। একই সঙ্গে তাঁর নেতৃত্বও ছিল বেশ প্রশ্নবিদ্ধ। এবার তাই নতুন অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত নিলো দেশটির ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে আসগর আফগানকে সরিয়ে অধিনায়কত্ব তুলে দেয়া হয় গুলবাদিন নাইবের কাঁধে। বোর্ডের এই সিদ্ধান্ত বেশ সমালোচনার জন্ম দিয়েছিল সে সময়।
আসগরের অধীনে ৩১টি ওয়ানডে এবং ৩৭ টি টুয়েন্টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের অভিষেক টেস্টেও দলকে নেতৃত্ব দিয়েছেন ২০০৯ থেকে জাতীয় দলে খেলা এই ক্রিকেটার।