ছিন্ন হলো বাংলাদেশ-রোডস সম্পর্ক

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে ভরাডুবির পর চাকরি হারাতে যাচ্ছেন প্রধান কোচ স্টিভ রোডস- এমন গুঞ্জন গত কয়েকদিন ধরেই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে রোডসকে বিদায় জানানোর ঘোষণা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াতে হলো ইংলিশ এই কোচকে।
লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর ২০১৮ সালের জুন মাসে দায়িত্ব বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নেন রোডস। তাঁর সঙ্গে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। কিন্তু যা ভেবে রোডসকে আনা হয়েছিল, সেটা না পাওয়াতে কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বিসিবি। তবে এটা সমঝোতার মাধ্যমেই হয়েছে। রোডসও পদত্যাগ করেননি, আবার বিসিবিও তাকে বরখাস্ত করেনি। যদিও এমন সমঝোতা কীভাবে সম্ভব, সেটা বিস্ময়কর একটা ব্যাপার।

রোডসের বিদায় জানানো প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিষয়টি এমন নয় যে আমরা তাঁকে বরখাস্ত করেছি। আমরা দুই পক্ষ একটি সমঝোতায় এসেছি বিশ্বকাপের পর। যদিও তাঁর চুক্তি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল। আমরা এটাকে সমঝোতা হিসেবেই নিচ্ছি।’
শ্রীলঙ্কা সফরে রোডস থাকছেন না জানিয়ে নিজামউদ্দিন বলেন, ‘আমরা এখন থেকেই এর বাস্তবায়ন করছি, তার মানে এই যে, সে আমাদের সঙ্গে থাকছে না শ্রীলঙ্কা সফরে।’
আট নম্বর দল হিসেবে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। মাশরাফিদের এমন পারফর্মেন্সের পর স্টিভ রোডসের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল আগেই। সেই ধোঁয়াশা বেশি টিকতে দিলো না বিসিবি। সোমবার সকালে এক কথা বলে সন্ধ্যাতেই অন্য সিদ্ধান্তের কথা জানালেন নিজামউদ্দিন চৌধুরী।
রোডস ইস্যুতে বিসিবির প্রধান নির্বাহী সোমবার সকালেই বলেছিলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি যে, ভবিষ্যতে আমরা কাদের নিয়ে কাজ করবো। আমরা শুধু চাইলেই হবে না, তাদেরকে সময়মতো পাওয়ারও একটা ব্যাপার আছে, তারা এভেলেবল কিনা সেটাও দেখতে হবে। এটা নিয়ে এখনও আলাপ- আলোচনা চলছে, আগামী বোর্ড সভায় আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।’