বাংলাদেশকে হারিয়ে মালিঙ্গাকে উপহার দিতে চায় শ্রীলঙ্কা

ছবি: ছবিঃ টুইটার

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হারিয়ে দলের পেসার লাসিথ মালিঙ্গাকে বিদায়ী উপহার দিতে চায় শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে মালিঙ্গাকে উপহার দিতে চেয়েছিল ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু রোহিত শর্মার বিশ্বকাপে পঞ্চম সেঞ্চুরি তুলে নেয়ার ম্যাচে শেষ পর্যন্ত জেতা হয়নি ভারতের।

তাই ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচগুলো মালিঙ্গার জন্য জিততে চায় দিমুথ করুনারত্নের দল। তিনি বলেন, আমরা সবাই চেয়েছিলাম মালিঙ্গাকে বিশ্বকাপে ভালো একটা বিদায়ী ম্যাচ উপহার দিতে।
দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা করতে পারিনি। তবে আমরা চেষ্টার কোনো কমতি রাখিনি। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে মালিঙ্গা আরও কয়েকটা ম্যাচ খেলবে। সেসময় আমরা তাকে ভালো কিছু উপহার দেয়ার সর্বাত্মক চেষ্টা করব।
২০০৪ সালে জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় মালিঙ্গার। এরপর এখন পর্যন্ত চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এই লঙ্কান।
যেখানে মোট ২৯ ম্যাচে বিশ্বকাপে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৫৬টি উইকেট শিকার করেছেন তিনি। আর দেশের হয়ে ২২৫ ওয়ানডেতে ৩৩৫ উইকেট নিয়েছেন এই লঙ্কান পেসার।
চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। জুলাই মাসের ২৫, ২৭, ও ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।