ইব্রাহিম-শাহিদের ব্যাটে এগোচ্ছে আফগান 'এ' দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান 'এ' দল (দ্বিতীয় ইনিংস): ৫৫/২, (২৩.৩ ওভার)
ইব্রাহিম ২৪*, শাহিদ ৯* ; শাকিল ২/১৪
বাংলাদেশ 'এ' দল (প্রথম ইনিংস): ২৫৩/১০ (৭৮.৩ ওভার)

(বিজয় ১২১*, আফিফ ৫০; ইয়ামিন ৩/৫৭, কায়েস ৩/৮০)
আফগানিস্তান 'এ' দল (প্রথম ইনিংস): ১৩৫/৫ (৪১ ওভার)
(কায়েস ৪৬*, আফসার ৪৫; তানবির ৩/৩১, রাব্বি ৩/৪৭)
বাংলাদেশ 'এ' দল (দ্বিতীয় ইনিংস): ১৭৫, অলআউট (৫৮.৪ ওভার)
(আফিফ ৪১, ইমরুল ৩৪; কায়েস ৬/৬২)
লক্ষ্য তাড়া করছে আফগানিস্তান 'এ' দলঃ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের দেয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিং করছে আফগানিস্তান 'এ' দল। ৫৫ রান সংগ্রহ করতে ইতোমধ্যে দুই উইকেট হারিয়েছে সফরকারীরা। দুটি উইকেটই তুলে নিয়েছেন সালাউদ্দিন শাকিল।
উইকেটে রয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং শাহিদ কামাল। ইব্রাহিম ব্যাটিং করেছেন ২৪ এবং শাহিদ উইকেটে আছেন ৯ রান নিয়ে।
চতুর্থ দিনের শুরুতে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ 'এ' দল। হাতে ছিল এক উইকেট। মাত্র ৫ রান যোগ করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ১৭৫ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।