দেশে পৌঁছেছে বাংলাদেশ দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল(র) বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিবাহিনী।
এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিট (বাংলাদেশ রাত ৩টা ১৫ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা করে মাশরাফি-তামিমরা।

দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান, লিটন দাস, সাব্বির রহমান এবং মেহেদী হাসান মিরাজ।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ড-ওয়েলসে বিশ্বকাপ খেলার উদ্দেশে গত ১ মে তারিখে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।
প্রায় সোয়া দুই মাসের লম্বা সফর শেষে রবিবার দেশে ফিরছেন সাকিব-তামিমরা। দেশে ফিরে কয়েকদিন বিশ্রাম নিয়ে আসন্ন সিরিজের জন্য আবারও মাঠে ফিরবেন টাইগাররা।
বিশ্বকাপ মিশনটা ভালো যায়নি বাংলাদেশ দলের। আসরে মাত্র তিনটি ম্যাচে জিতে সেমিফাইনালে খেলার স্বপ্ন অধরা রেখেই দেশে ফিরেছে টাইগাররা।
তবে দল হিসেবে পারফর্ম করতে না পারলেও এবারের আসরে বাংলাদেশ দলকে একাই টেনে নিয়ে গিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো আসরে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন তিনি।