বিজয়-সানজামুলে দ্বিতীয় দিন 'এ' দলের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এনামুল হক বিজয়ের অপরাজিত সেঞ্চুরির পর সানজামুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ 'এ' দল। চারদিনের টেস্ট ম্যাচটির দ্বিতীয় দিন শেষে ১১৮ রানে এগিয়ে আছে স্বাগতিকরা।
প্রথম দিন চার উইকেটে ১১৯ রান করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২৫৩ রানে। নিজেরদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৩৫ রান তুলতে পাঁচ উইকেট হারিয়েছে সফরকারী আফগানিস্তান। যদিও ইনিংসের শুরুতে বাংলাদেশকে চাপে রেখেছিল আফগান দুই ওপেনার উসমান ঘনি এবং ইব্রাহিম জাদরান।
৬৪ রানের জুটি গড়েন তাঁরা দুইজন। বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার কামরুল ইসলাম রাব্বি। ৩৯ রানের ইনিংস খেলা ঘনিকে ফেরান তিনি। এরপর স্পিনার সানজামুল ইসলামের তোপের মুখে পড়ে আফগান 'এ' দলের ব্যাটসম্যানরা।
একাই তিন উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন তিনি। এর মাঝে সালাউদ্দিন শাকিলও তুলে নিয়েছেন এক উইকেট। আফগানদের হয়ে ২২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছেন পাঁচে নামা ব্যাটসম্যান শাহিদ কালাম। তাঁকে সঙ্গ দিয়ে অপরাজিত আছেন ৯ রান করা আফসার জাজাই।
দ্বিতীয় দিনের প্রথম ভাগ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ 'এ' দল। দুর্দান্ত ব্যাটিংশৈলী দেখিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিজয় এবং আফিফ হোসেন। প্রথম দিন ৫৩ রানে অপরাজিত থাকা বিজয় দ্বিতীয় দিন অসাধারণ ব্যাটিং করেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের নামের পাশে যোগ করেছেন আরও একটি সেঞ্চুরি।

তাঁকে সঙ্গ দিয়ে ৭ রানে প্রথম দিন শেষ করা আফিফ হোসেন দ্বিতীয় দিন এসে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। কিন্তু এরপরই ফিরে যেতে হয়েছে তাঁকে। আফিফের বিদায়ের পর বিজয়কে কেউ সঙ্গ দিতে পারেননি।
দলের শেষের দিকের ব্যাটসম্যানরা দুই অংকের ঘরে যেতে ব্যর্থ হয়েছেন। ১২১ রানে অপরাজিত ছিলেন বিজয়। বাং???াদেশ 'এ' দলের ইনিংস থেমে গেছে ২৫৩ রানে। আফগানিস্তান 'এ' দলের হয়ে তিনটি করে উইকেট নেন ইয়ামিন আহমাদজালি এবং কায়েস আহমেদ। দুটি উইকেট পান নাভিনুল হক মুরাদ। একটি উইকেট তুলে নেন শারাফুদ্দিন আশরাফ।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এর আগে প্রথম টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ইমরুল কায়েস, জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। শূন্য হাতে ফিরেছেন ইমরুল এবং জাকির। এরপর অভিজ্ঞ রকিবুল ইসলামকে সাজঘরে ফিরতে হয়েছে মাত্র চার রান করতেই। ছয় রানেই তিন উইকেট হারায় স্বাগতিক দলটি।
ওপেনার নাঈম শেখকে নিয়ে ১০২ রানের জুটি গড়ে বাংলাদেশ 'এ' দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন বিজয়। ৪৯ রান করে নাঈম আউট হলে বিজয়কে সঙ্গ দিয়ে প্রথম দিন শেষ করেন আফিফ। চার উইকেটের বিনিময়ে ১১৯ রান নিয়ে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তান 'এ' দল (প্রথম ইনিংস): ১৩৫/৫; ওভার- ৪১
শাহিদ কালাম ২২*, আফসার জাজাই ৯*
সানজামুল ইসলাম ৩/৪৮, কামরুল ইসলাম রাব্বি ১/১৬
বাংলাদেশ 'এ' দল (প্রথম ইনিংস): ২৫৩, অলআউট; ওভার- ৭৮.৩
এনামুল হক বিজয় ১২১*, আফিফ হোসেন ৫০
ইয়ামিন আহমদজালি ৩/৫৭, কায়েস আহমেদ ৩/৮০