promotional_ad

সাকিবকে সমর্থন দিতে না পারার আক্ষেপ লিটনের

ছবি- বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে সাকিব আল হাসানের উপযুক্ত সঙ্গী না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন লিটন দাস। ব্যাট হাতে ফর্মের তুঙ্গে থেকে বিশ্বকাপ শেষ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান সংগ্রহ করেছেন তিনি। বল হাতেও কম যাননি সাকিব, নিয়েছেন ১১ উইকেট।


প্রায় প্রতিটি ম্যাচেই দলের বিপদে হাল ধরেছেন এবং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাকিব। কিন্তু বিশ্বসেরা এই অলরাউন্ডার ভালো খেললেও বাকিদের ব্যর্থতায় সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এক মুশফিকুর রহিম ছাড়া সাকিবের সঙ্গে তাল মিলিয়ে পা ফেলতে পারেননি কেউই। এ কারণেই হতাশা প্রকাশ করতে দেখা গেল উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনকে। 



promotional_ad

ডানহাতি এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমাদের কিছু দারুণ পারফর্মার ছিল, সাকিব আল হাসান অনেক বেশি ভালো খেলেছেন এবং তাঁর পারফর্মেন্স আমাদের অনেক সাহায্য করেছে সামনে এগোতে। সাকিব ভাই আসলেই অনেক ভালো খেলেছে। তবে আমরা জুটি ঠিক মতো ধরে রাখতে পারিনি এবং তাঁকে ভালোভাবে সমর্থন দিতে পারিনি।’


পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও সাকিব ছাড়া কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য পারফর্মেন্স করতে পারেননি। ব্যাট হাতে ৭৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেছেন সাকিব। কিন্তু সঙ্গীর অভাবে দলকে জয় এনে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। 


৯ ম্যাচে ৩ জয় নিয়ে সাত নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এই টুর্নামেন্টে দারুণ ধারাবাহিক ব্যাটিং করেছেন সাকিব। ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball