বাংলাদেশের পরবর্তী ম্যাচের সূচি
ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। চলতি মাসেই তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে তাঁরা।
সিরিজটি এর আগে ডিসেম্বরে আয়োজন করার কথা থাকলেও দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় এগিয়ে নিয়ে আসা হয়েছে সেটি।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজটি মাঠে গড়াবে আগামী অক্টোবরে।

এরপর একই মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং দুটি টি টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই সিরিজ দুটিও দেশের মাটিতে আয়োজিত হবে।
নভেম্বর ভারতের মাটিতে দুটি টেস্ট এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে তামিম-সাকিবদের। ভারত সফর দিয়েই মূলত চলতি বছর শেষ করবে বাংলাদেশ।
বাংলাদেশের পরবর্তী ম্যাচের সূচিঃ
১। জুলাই- শ্রীলঙ্কা সফরঃ তিনটি ওয়ানডে
২। অক্টোবর- অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরঃ তিনটি টি টুয়েন্টি
৩। অক্টোবর- আফগানিস্তানের বাংলাদেশ সফরঃ একটি টেস্ট ও দুটি টি টুয়েন্টি
৪।।নভেম্বর- বাংলাদেশের ভারত সফরঃ দুটি টেস্ট ও তিনটি টি টুয়েন্টি