দেশে ফিরছে বাংলাদেশ

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে পরাজয় দিয়ে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশন শেষে এবার দেশে ফেরার পালা মাশরাফিদের।
সবকিছু ঠিক থাকলে আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের পথ ধরবেন তারা।
ফেরার পথে দুবাইতে ট্রানজিটের জন্য অবতরণ করবে দল। সেখান থেকে আবারো ঢাকার বিমান ধরবে মাশরাফি বাহিনী।

পরবর্তীতে রবিবার (৭ই জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় দেশে ফিরবেন তারা। এরই সাথে প্রায় সোয়া দুই মাসের দীর্ঘ সফর শেষ করবে বাংলাদেশ।
গত ১লা মে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল সাকিব, তামিম, মাশরাফিরা। সেই সিরিজ শেষে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে যায় বাংলাদেশ।
সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু ৯ ম্যাচের মধদে ৩টিতে জিতে সেই স্বপ্ন পূরণ হয়নি তাদের। তবে এরপরেও মাঠের খেলা দিয়ে সকলের মন জয় করে নিয়েছে তারা।
ভারতের বিপক্ষে ২৮ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট শেষ হয়ে যায় বাংলাদেশের। ফলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি ছিল তাদের নিয়ম রক্ষার। কিন্তু সেই ম্যাচেও সরফরাজ আহমেদের দলের কাছে ৯৪ রানের বড় ব্যবধানে পরাজিত হয় মাশরাফিরা।