বিজয়-আফিফের ব্যাটে বিপর্যয় এড়াচ্ছে 'এ' দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয় এড়াতে লড়ছে বাংলাদেশ 'এ' দল। প্রথম দিন শেষে বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১১৯ রান।
মিডল অর্ডারে নামা এনামুল হক বিজয় ৫৩ রান করে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ৭ রান নিয়ে ব্যাটিং করছে আফিফ হোসেন। এর আগে টসে জিতে বাংলাদেশ 'এ' দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান 'এ' দল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি দলটির। রানের খাতা খোলার আগেই ইয়ামিন আহমদজাইয়ের বলে ডারউইশ রসুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। তিন নম্বরে নামা জাকির হাসানও ব্যর্থ হন।

তিনিও শূন্য রানে ফেরেন ইয়ামিনের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে। দলীয় ৬ রানে মিডল অর্ডার ব্যাটসম্যান রকিবুল হাসানের উইকেট হারিয়েছে বাংলাদেশ এ দল। তিনি ৪ রান করে ইয়ামিনের তৃতীয় শিকার হন।
চতুর্থ উইকেটে এনামুল হক বিজয়কে সঙ্গে নিয়ে ১০২ রানের জুটি গড়েন। একপ্রান্ত আগলে রাখা নাইম শেখ ৪৯ রান করে কাইস আহমেদের বলে স্টাম্পিংয়ের শিকার হলে এই জুটি ভাঙে।
দিনের পড়ন্ত বেলায় বাংলাদেশ এ দলের আর কোনো উইকেট পতন হতে দেননি বিজয় এবং আফিফ হোসেন। এই দুজনের ব্যাটেই বিপর্যয় এড়াতে লড়ছে বাংলাদেশ 'এ' দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দলঃ ১১৯/৪ (৩৫ ওভার)
(নাঈম ৪৯, বিজয় ৫৩*, আফিফ ৭*; ইয়ামিন ৩/৩৮)