ইমরুল- ০, জাকির-০; বিপদে 'এ' দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ 'এ' দল (প্রথম ইনিংস): ৮২/৩, ওভার- ২৩.৪

নাইম শেখ ৪২*, আনামুল হক বিজয় ৩২*
ইয়ামিন আহমাদজালি ৩/২৩
নাইম-বিজয়ের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধঃ শুরুতেই হোঁচট খেয়েছে বাংলাদেশ 'এ' দল। তবে ওপেনার নাইম শেখ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়ের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নাইম ব্যাটিং করছেন ৪২ রানে, বিজয় উইকেটে আছেন ৩২ রান নিয়ে। বাংলাদেশ 'এ' দলের সংগ্রহ তিন উইকেটে ৮২ রান।
খুলনায় আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। ইনিংসের দ্বিতীয় বলেই ইয়ামিন আহমাদজালির বলে আউট হয়ে ফিরে যান তিনি। একই ওভারের শেষ বলে সাজঘরের পথ ধরেন তিনে নামা ব্যাটসম্যান জাকির হোসেনও। ০ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।
চার নম্বরে ব্যাট হাতে নামেন রকিবুল হাসান। মাত্র ৪ রান তুলতেই তাঁকেও ফেরত পাঠান ইয়ামিন। ছয় রানে তিন উইকেট হারায় বাংলাদেশ 'এ' দল। ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন নাইম এবং বিজয়।