promotional_ad

সাকিব আমার কাছ থেকে অনুপ্রেরণা নেয় নাঃ রোডস

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজেকে প্রমাণ করার জন্য কোচের কাছ থেকে অনুপ্রেরণা নেয়ার প্রয়োজন হয় না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস। তবে  সাকিবের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্যই বোধ করেন তিনি।


চলমান বিশ্বকাপে ব্যাট এবং বল হাতে দারুণ ফর্মে আছেন সাকিব। ৭ ম্যাচে ৯০.৩৩ গড়ে ৫৪২ রান সংগ্রহ করেছেন তিনি। ২টি সেঞ্চুরি এবং ৪টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়াও বল হাতে ১১ উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। 



promotional_ad

সাকিবকে অসাধারণ একজন খেলোয়াড় আখ্যা দিয়ে রোডস বলেছেন, 'আমি সাকিব আল হাসানের সাথে কাজ করতে পছন্দ করি। সে অসাধারণ একজন মানুষ এবং অসাধারণ একজন খেলোয়াড়। সে আমার কাছ থেকে কোনো অনুপ্রেরণা নেয় না।'


প্রায় প্রতি ম্যাচেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাকিব। নিজেকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্রতি ম্যাচেই খেলতে নেমেছেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডারের ভূয়সী প্রশংসা করেছেন রোডস। সাকিবকে অসাধারণ একজন চরিত্র হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। 


বাংলাদেশ কোচ বলেছেন,  সে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে ভাবিয়েছে। তাঁর সবথেক কম রান মনে হয় ৪০। এটি দুর্দান্ত প্রচেষ্টা। একই সাথে সে বোলিংয়েও ভালো করেছে। সে দারুণ বোলিং করেছে আমাদের জন্য। সে অসাধারণ একজন চরিত্র। আমি সাকিবের সাথে কাজ করতে পছন্দ করি। সাকিবের সাথে আমি ভালোভাবে যোগাযোগ করতে পারি।'  



রোডস আরো বলেন, 'এই বিশ্বকাপে সাকিব ভালো করার জন্য মরিয়া ছিল। কখনো কখনো খেলোয়াড় হিসেবে আপনি যখন ভালো করবেন এবং রান পাবেন, আপনি হয়তো ভাবতে পারেন যে আগামী ম্যাচে আমি তেমন কিছু করতে পারবো, এমন মনোভাব ঠিক নয়। আগামী ম্যাচে আপনার রান না পাওয়ার কোনো কারণই নেই। এটাই সে করেছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball