promotional_ad

মরিয়া পাকিস্তান, নির্ভার বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাই আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার বলেই বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় লর্ডসের মাঠে শুরু হবে ম্যাচটি।


বাংলাদেশের মতো অবশ্য অনেকটা একই কাতারে অবস্থান পাকিস্তানেরও। কারণ কাগজে কলমে সেমিফাইনালের আশা টিকে থাকলেও বাস্তবে তা অসম্ভব। কারণ মাশরাফিদের ৩১৬ রানের ব্যবধানে হারাতে পারলে তবেই শেষ চার নিশ্চিত করতে পারবে পাকিস্তান। তবে এরপরেও আশা হারাননি পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।


ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আপনি যদি কোনো উইকেটে ৬০০, ৫০০ কিংবা ৪০০ রান করতে পারেন তখন কি আপনি প্রতিপক্ষকে ৫০ রানে অলআউট করতে পারবেন? এটি কঠিন, তবে এরপরও আমরা একটি চেষ্টা করবো।'


অপরদিকে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য আনুষ্ঠানিকতার হলেও নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ কোচ স্টিভ রোডস। ভারতের কাছে শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও নিজেদের পরিকল্পনায় অটল থাকতে চান তিনি।


সংবাদ সম্মেলনে র???ডস বলেছেন, 'লর্ডসে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি দারুণ হবে, এখানে নিয়ম রক্ষার ম্যাচ বলে কিছু নেই। দুই দলই একে অপরকে হারাতে মরিয়া। আমি নিশ্চিত তারাও জিততে চাইবে। আমরা অবশ্যই জিততে চাই। আমরা আজকে ভালোভাবে অনুশীলন করেছি। আমরা কিছু ভালো পরিকল্পনা সাজিয়েছি।'



promotional_ad

বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ৭ উইকেটের পরাজয় মেনে নিতে হয় তাদের। পরের ম্যাচেই স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে যায় তারা। এরপর আবারো ছন্দে ফিরে সরফরাজ আহমেদের দল। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে নিয়ে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিল। কিন্তু নেট রানরেটে বেশ পিছিয়ে থাকায় অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে পাকিস্তান।


পক্ষান্তরে, বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে মাশরাফিবাহিনী। ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের বিপক্ষেও জয় পেয়েছে তারা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে শেষটা রাঙাতে চায় সাকিব-তামিমরা। 


এদিকে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। পায়ের মাংশপেশির চোট কাটিয়ে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তাই আজ মাঠে নামার জোরালো সম্ভাবনা আছে তাঁর। 


সেক্ষেত্রে আবারও সাইড বেঞ্চে বসতে হবে সাব্বির রহমানকে। এছাড়া আর তেমন পরিবর্তন থাকছে না একাদশে। উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও খেলবেন আজ বলে ধারণা করা যাচ্ছে। বৃহস্পতিবার নেটে ব্যাটিংয়ের সময় কনুইয়ে চোট পেয়েছিলেন মুশফিক। তবে ইংলিশ কোচ রোডসের বিশ্বাস গুরুতর কিছু হয়নি মুশফিকের।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি এখনও ফিজিওর সাথে কথা বলতে পারিনি। সাধারণত এসব জায়গায় আঘাত পেলে ব্যাটসম্যানরা ঠিকই থাকে। আমার জানা মতে খুব বেশি ব্যাটসম্যান নেই যাদের হাতের নিচের দিকে চিড় ধরেছে। তাই আমি আশা করছি সে ভালোই আছে।' 


বাংলাদেশের পাশাপাশি একাদশে পরিবর্তন আসতে পারে পাকিস্তানেরও। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিল্ডিং অনুশীলনে হাতে চোট পেয়েছিলেন পেসার ওয়াহাব রিয়াজ। যদিও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি, তবে তাঁকে আজ বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ওয়াহাবের পরিবর্তে আজ বিশ্বকাপ অভিষেক হতে পারে মোহাম্মদ হাসনাইনের। 



বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-


মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ। মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান। 


পাকিস্তান একাদশ (সম্ভাব্য)-


সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট রক্ষক), ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ/ মোহাম্মদ হাসনাইন, শাহিন শাহ আফ্রিদি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball