কিউইদের উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ৪১তম ম্যাচে জয়ের দেখা পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। চেস্টার লি স্ট্রীটের রিভার সাইড গ্রাউন্ডে কিউইদের ১১৯ রানের ব্যবধানে হারিয়েছে তারা। আর এই জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত করেছে ইয়ন মরগানের দল।
এই জয়ের পেছনে মূল কৃতিত্ব ওপেনার জনি বেয়ারস্টোর। কারণ টস জিতে শুরুতে ব্যাটিং করতে নেমে তাঁর অনবদ্য সেঞ্চুরিতেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। একটি ছয় এবং ১৫টি চারের সাহায্যে ৯৯ বলে ১০৬ রান করেন বেয়ারস্টো।
আরেক ওপেনার জেসন রয়ও অবশ্য এদিন দারুণ খেলেছেন। ৬১ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন তিনি। এছাড়াও অধিনায়ক মরগানের ব্যাট থেকে এসেছে ৪২ রান। নিউজিল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট শিকার করেন পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি এবং জিমি নিশাম। আর একটি উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

৩০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংলিশদের বোলিং তোপে ৫ ওভার বাকি থাকতেই মাত্র ১৮৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ব্যাট হাতে উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম ছাড়া আর কেউই সেভাবে পারফর্ম করতে পারেননি। ৬৫ বলে ৫৭ রান করেছেন তিনি। এছাড়াও রস টেলর ২৮ এবং অধিনায়ক উইলিয়ামসন ২৭ রান করেন।
ইংল্যান্ডের হয়ে দারুণ বোলিং করেছেন পেসার মার্ক উড। ৯ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। আর ক্রিস ওকস, জফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, আদিল রশিদ এবং বেন স্টোকস একটি করে উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ডঃ ৩০৫/৮ (৫০ ওভার) (বেয়ারস্টো-১০৬, রয়-৬০; নিশাম-২/৪১, বোল্ট-২/৫৬)
নিউজিল্যান্ডঃ ১৮৬/১০ (৪৫ ওভার) (লাথাম-৫৭, টেলর-২৮; উড-৩/৩৪, স্টোকস-১/১০)