ডাবল সেঞ্চুরি ডাকছে তামিমকে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলার দ্বারপ্রান্তে আছেন ওপেনার তামিম ইকবাল। ভারতের বিপক্ষে আজ এজবাস্টনে মাঠে নামলেই এই মাইলফলকে পা রাখবেন তিনি।
তামিমের আগেই এই রেকর্ডে পৌঁছে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজকের ম্যাচের আগে ১৯৯টি ওয়ানডেতে ৩৬.১৯ গড়ে ৬ হাজার ৮৪১ রান সংগ্রহ করেছেন তামিম।

যেখানে ১১টি সেঞ্চুরি এবং ৪৭টি হাফসেঞ্চুরি আছে তাঁর নামের পাশে। একই সঙ্গে রয়েছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলেছেন এখন পর্যন্ত ২০৪টি ওয়ানডে। রান সংগ্রাহকের তালিকার দ্বিতীয়তে থাকা সাকিব, ৩৭.৫৩ গড়ে ৬ হাজার ১৯৩ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৪৫টি হাফসেঞ্চুরি।
ম্যাচ সংখ্যার দিক থেকে অবশ্য সবথেকে অভিজ্ঞ অধিনায়ক মাশরাফি। এখন পর্যন্ত ২১৩টি ওয়ানডে খেলেছেন তিনি। বল হাতে ২৬৬টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার।
অপরদিকে, উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক খেলেছেন ২১১টি ম্যাচ। যেখানে ৩৫.৮৮ গড়ে তাঁর রান ৫ হাজার ৮৫৫ এবং হাঁকিয়েছেন ৭টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি।