promotional_ad

মাহমুদউল্লাহর বদলি নিয়ে ভাবছে বাংলাদেশ

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে আজকের ম্যাচে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ। সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে গত ম্যাচে ব্যাটিং করার সময় রান নিতে গিয়ে ডান পায়ের মাংশপেশিতে টান পড়ে এই অলরাউন্ডারের। সেই চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় আজ (২ জুলাই) তাঁর খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। 


ক্রিকফ্রেঞ্জিকে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন মাহমুদউল্লাহর বদলী নিয়ে ভাবছেন তারা। যদিও তাঁর পরিবর্তে কে জায়গা পেতে যাচ্ছেন সেটি খোলাসা করেননি নান্নু। প্রধান নির্বাচক বলেন, ‘ও (রিয়াদ) সম্ভবত খেলতে পারছে না। তাই ওর বদলি নিয়ে ভাবছি।' 


নান্নু কিছু না বললেও ধারণা করা যাচ্ছে মাহমুদউল্লাহর বদলী হিসেবে আজ খেলতে নামতে পারেন সাব্বির রহমান কিংবা মোহাম্মদ মিঠুন। যদিও দলীয় সূত্র থেকে জানা গেছে, সাব্বিরের খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই দলে।



promotional_ad

বাংলাদেশের মতো একটি পরিবর্তন আসতে পারে ভারত শিবিরেও। ইংল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে স্পিনাররা সাফল্য না পাওয়ায় একজন বাড়তি পেসার নিয়ে মাঠে নামতে পারে তারা। সেক্ষেত্রে যুবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবের পরিবর্তে দলে আসতে পারেন পেসার ভুবনেশ্বর কুমার। 


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- 


মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, সাব্বির রহমান/ মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।  


ভারত একাদশ (সম্ভাব্য)- 



বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, রোহিত শর্মা, রিশাভ পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব/ যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball