promotional_ad

মনস্তাত্ত্বিক লড়াই দূরে রাখছেন মাশরাফি

রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বার্মিংহামের এজবাস্টনে আগামীকাল (২ জুলাই) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে কোনো মনস্তাত্ত্বিক চাপ নিতে চান না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


সেমিফাইনালে পা রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। তবে এসব নিয়ে না ভেবে খেলায় মনোযোগী হতে বলছেন মাশরাফি। ভারতের বিপক্ষে মনস্তাত্ত্বিক কোনো লড়াই দেখছেন না তিনি। 



promotional_ad

সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘না, আমি মনে করি না যে এটি মনস্তাত্ত্বিক ব্যাপার। এটি সম্পূর্ণ স্কিলের ব্যাপার। অবশ্যই ক্রিকেট একটি মনস্তাত্ত্বিক খেলা। ফ্যানরা যেটা চিন্তা করে সেটাই করে। তাই আমরা খেলার মাঝে এসব নিয়ে ভাবি না। কারণ ছেলেরা যখন খেলে, সব চাপ তাদের মাথায় নিতে হয়।’ 


বিশ্বকাপে সর্বপ্রথম ২০০৭ সালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম দেখাতেই পরাশক্তি ভারতকে হারিয়ে চমক দেখান তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের কাছে প্রত্যাশা করছে সমর্থকরা। মানুষের প্রত্যাশার এই চাপ অবশ্য স্বাভাবিকভাবেই নিচ্ছেন দলপতি মাশরাফি।


তিনি বলেছেন, ‘এটি আসলে ভিন্ন ভিন্ন মানুষের ওপর নির্ভর করে যে, চাপ নেবে কিনা। অবশ্যই মাঠে চাপ থাকবে। এটি ভালো দিক যে মানুষ বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিচ্ছে?? তারা অবশ্যই চায় যেন আমরা জিতি। এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। তবে আমি মনে করি না যে এখানে অনেক বেশি চাপ আছে। দলের যে ১১ জন খেলোয়াড় মাঠে খেলে, তারা কঠিন পরিস্থিতিতে থাকে, তারাই চাপটা অনুভব করতে পারবে।’ 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball