বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান এ দলে রসুলি-কাইস

ছবি: ছবিঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার বাংলাদেশ সফরের জন্য রওনা হয়েছে আফগানিস্তান এ দল। আসন্ন এই সিরিজে বাংলাদেশ এ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ খেলবে আফগানরা। তাছাড়া পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে এই দুই দল।
আসন্ন সিরিজের এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য চারদিনের ম্যাচ এবং ওয়ানডে ম্যাচের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
দলে ডাক পেয়েছেন জাতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ডারউইশ রাসুলি, কাইস আহমেদ এবং সাঈদ আহমদ শিরজাদ। এই তিনজনকেই চারদিনের ম্যাচ এবং ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন।

আগামী ৫ জুলাই দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১২ জুলাই।
চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ এবং আফগানিস্তান। তিনটি ওয়ানডে ম্যাচ চট্টগ্রামে খেলবে দুই দল। ম্যাচ তিনটি যথাক্রমে ১৯ জুলাই, ২১ জুলাই এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে দুই দল। বাকি দুটি ম্যাচ আগামী ২৭ জুলাই এবং ২৯ জুলাই সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুলাই বাংলাদেশ ছাড়বে আফগানিস্তান 'এ' দল।
চার দিনের ম্যাচের আফগানিস্তান দল:
ওসমান গনি, ইব্রাহিম জাদরান, বাহির শাহ মাহবুব, নাসির জামাল, আফসার জাজাই, শরফুদ্দীন আশরাফ, কাইস আহমদ, ইয়ামিন আহমাদজাই, ডারউইশ রসুলি, নবীন উল হক, জিয়াউর রহমান আকবর, রহমানুল্লাহ গুরবাজ, ওয়াকারুল্লাহ ইহাকজাই, ফজল নিয়াজী, সাঈদ শিরজাদ, শহীদুল্লাহ কামাল।
ওয়ানডে ম্যাচের আফগানিস্তান দল:
ওসমান গনি, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, ডারউইশ রসুলি, শহীদুল্লাহ কামাল, ফজল নিয়াজী, শরফুদ্দীন আশরাফ, কাইস আহমেদ, নবীন উল হক, সাঈদ শিরজাদ, ফরিদ মালিক, জিয়াউর রহমান আকবর, মুনির আহমদ, করিম জনতা, মীরওয়াইস আশরাফ এবং নাসির জামাল।