promotional_ad

ভারতের জয়রথ থামাল ইংল্যান্ড

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অবশেষে ভারতের জয়ের শৃঙ্খল ভাঙ্গতে সক্ষম হয়েছে ইংল্যান্ড। আজ রবিবার বার্মিংহামের এজবাস্টনে ভারতকে ৩১ রানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের পথ কিছুটা সুগম হয়েছে ইংলিশদের। ৩রা জুলাই নিউজিল্যান্ডকে হারাতে পারলেই শেষ চারে জায়গা করে নিবে ইয়ন মরগানের দল। 


হাইভোল্টেজ এই ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন ওপেনার জনি বেয়ারস্টো। কারণ তাঁর ১০৯ বলে ১১১ রানের ইনিংসে ভর করেই টসে জিতে ব্যাটিং করতে নেমে ৩৩৭ রানের পাহাড়সম পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। বেয়ারস্টোর পাশাপাশি পার্শ্বনায়কের ভূমিকা পালন করেছেন জেসন রয় এবং বেন স্টোকস। 


হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে ফেরা রয় ৫৭ বলে ৬৬ রান করেছেন। অপরদিকে অলরাউন্ডার স্টোকস এদিন আবির্ভূত হন বিধ্বংসী রূপে। ৩ ছয় এবং ৬ চারের সাহায্যে মাত্র ৫৪ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। এছাড়াও জো রুট ৪৪ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার ২০ রান করেছেন। 


ইংল্যান্ড ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ের সামনেও বল হাতে উজ্জ্বল ছিলেন পেসার মোহাম্মদ শামি। আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করা এই ডানহাতি ১০ ওভারে ৬৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন। আর একটি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ এবং চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। তবে এদিন যথেষ্ট খরুচে ছিলেন লেগ স্পিনার যুবেন্দ্র চাহাল। ১০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়েছেন তিনি। 



promotional_ad

ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ৩৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৮ রানের মাথায় লোকেশ রাহুলের উইকেটটি হারিয়ে বিপদে পড়েছিল ভারত। তবে এরপর দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই জুটি গড়ার পথে ৭৬ বলে ৬৬ রান করেছেন অধিনায়ক কোহলি।


একই সঙ্গে অধিনায়ক হিসেবে টানা ৫ ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। ফলে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের পাশে নাম লেখানোর পাশাপাশি তিনি ছাড়িয়ে গিয়েছেন গ্রায়েম স্মিথ এবং অ্যারন ফিঞ্চকে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে টানা ৪টি হাফসেঞ্চুরির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার স্মিথ এবং অস্ট্রেলিয়ান ফিঞ্চের। ২০০৭ সালের বিশ্বকাপে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান টানা ৪ ম্যাচে হাফসেঞ্চুরির দেখা পান। অপরদিকে ফিঞ্চ টানা ৪ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন চলতি বিশ্বকাপেই।   


এদিকে কোহলির রেকর্ডের দিনে দারুণ খেলেছেন ওপেনার রোহিতও। কোহলির সঙ্গে বড় জুটি গড়ার পাশাপাশি নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি তুলে নেন তিনি। তবে সেঞ্চুরির পর দলীয় ১৯৮ রানের মাথায় আউট হয়ে ফিরতে হয় তাঁকে। আর তাঁর ফেরার পর কিছুটা ছন্দপতন হয় ভারতের। ২৮ রানের ব্যবধানে ফিরতে হয় রিশাভ পান্তকেও। 


পরবর্তীতে ইংল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশিদূর যেতে পারেনি কোহলি বাহিনী। হার্দিক পান্ডিয়ার ৪৫ এবং মহেন্দ্র সিং ধোনির ২৫ রানের ইনিংস পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছে ভারতের। ইংল্যান্ডের হয়ে লিয়াম প্ল্যাঙ্কেট ৫৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। আর ৪৬ রানে ২ উইকেট নিয়েছেন ক্রিস ওকস। 


 সংক্ষিপ্ত স্কোরঃ 



ইংল্যান্ডঃ ৩৩৭/৭ (৫০ ওভার) (বেয়ারস্টো ১১১, স্টোকস ৭৯, রুট ৪৪;  শামি ৫/৬৯, বুমরাহ-১/৪৪)


ভারতঃ ৩০৬/৫ (৫০ ওভার) (রোহিত-১০২, কোহলি-৬৬; প্ল্যাঙ্কেট- ৩/৫৫, ওকস-২/৪৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball