promotional_ad

যুবরাজ-শফিউলদের রেকর্ডে শাহিন আফ্রিদি সেরা

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে সেরা বোলিং পারফর্মেন্সের রেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। আফগানিস্তানের বিপক্ষে ৪৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পাকিস্তানের ১৯ বছর ৮৪ দিন বয়সী বাঁহাতি এই পেসার। 


সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন আফ্রিদি। আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক গুলবাদিন নাইবের উইকেটটি নিয়ে খাতা কোলেন তরুণ এই পেসার। এরপর একে একে তাঁর শিকারে পরিণত হন হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান এবং রশিদ খান। 



promotional_ad

শাহিন আফ্রিদির আগে এই রেকর্ডের মালিক ছিলেন স্কটল্যান্ডের জন ব্লেইন। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে ৩৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন এই ডানহাতি। সে সময় তাঁর বয়স ছিল ২০ বছর ২৪০ দিন।  


তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও ভারতের যুবরাজ সিং। ২০০৩ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন ২০ বছর ২০১ দিন বয়সী অ্যান্ডারসন। 


২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে ২১ বছর ৭৩ দিন বয়সে মাত্র ৬ রানে ৪ উইকেট শিকার করেন যুবরাজ। তালিকার পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম। ২০১১ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ বছর ১৪২ দিন বয়সী শফিউল ২১ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন।  




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball