লজ্জার রেকর্ডে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানে বিপক্ষে গত ম্যাচে হেরে লজ্জার একটি রেকর্ড গড়েছে আফগানিস্তান। এক বিশ্বকাপে টানা ৭টি পরাজয়ের রেকর্ডটি এতদিন ছিল জিম্বাবুয়ের দখলে। তবে পাকিস্তানের কাছে হেরে তাদের টপকে গেছে আফগানরা।
১৯৯২ সালের বিশ্বকাপে টানা ৭টি ম্যাচে পরাজিত হয়েছিল জিম্বাবুয়ে। তবে সেবারের টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ৯ রানে হারিয়ে জয় খরা কাটিয়েছিল তারা।

অপরদিকে আফগানিস্তান হেরেছে ৮ ম্যাচের সবগুলোতেই। আর মাত্র একটি ম্যাচ রয়েছে তাদের হাতে। আগামী ৪ঠা জুলাই আফগানদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এদিকে পরাজয়ের বৃত্তে আবদ্ধ থাকা আফগানরা সমালোচিত হয়েছে মাঠের বাইরের কর্মকান্ডেও।
দলের প্রধান কোচ ফিল সিমন্সের কয়েকদিন আগে এক টুইট বার্তায় জানিয়েছেন দলের মধ্যে কোন্দল সৃষ্টি করছেন প্রধান নির্বাচক দৌলত আহমেদজাই। তিনি লিখেছিলেন, 'দলের মধ্যে কোন্দল সৃষ্টির জন্য দায়ী দলটির প্রধান নির্বাচক।
আফগান শিবিরে মূল সমস্যা সৃষ্টি হয় বিশ্বকাপের ঠিক আগে গুলবাদিন নাইবের কাঁধে দায়িত্ব দেয়ার পর থেকে। আসগর আফগানের বদলী হিসেবে নাইবকে দায়িত্ব দেয়া নিয়ে সমালোচনা করেছিলেন রশিদ খান ও মোহাম্মদ নবিরা। এই সিদ্ধান্তে শুরু থেকেই নাখোশ দলের ক্রিকেটাররা।