promotional_ad

টনক নড়েছে আইসিসির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশৃঙ্খলা সৃষ্টি করা যেকোনো দর্শকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে নিশ্চয়তা প্রদান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। হেডিংলিতে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি চলাকালীন সময়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন দুই দেশের সমর্থকরা।


শুধু তাই নয়, সিসি টিভি ফুটেজ থেকে দেখা গেছে নিরাপত্তা কর্মীদের সাথেও মারামারিতে লিপ্ত হয়েছিলেন কতিপয় আফগান সমর্থক। এমনকি কিছু দর্শক টিকিট ছাড়াও মাঠে প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। 



promotional_ad

বিশ্বকাপর মঞ্চে এরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনার উৎপত্তি হওয়ায় টনক নড়েছে আইসিসির। স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে এই ব্যাপারে আলোচনা করে নিরাপত্তা জোরদার করতে চাইছে তারা। আইসিসির এক মুখপাত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


সেই মুখপাত্র বলেছেন, 'আমরা কিছু দর্শকের বিশৃঙ্খলার ব্যাপারে অবগত আছি এবং আমরা বর্তমানে ভেন্যুর নিরাপত্তা দলকে নিয়ে কাজ করছি, একই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনদের সাথেও (ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ)। আমরা নিশ্চিত করতে চাই যেন আর কোন ঘটনা না ঘটে।'


যেকোনো প্রকার অসা??াজিক কার্যকলাপের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলেও নিশ্চিত করেছেন আইসিসির সেই কর্মকর্তা। তিনি আরও জানান কতিপয় দর্শকের জন্য সিংহভাগ ক্রিকেটপ্রেমীর যেন ব্যাঘাত না ঘটে সেই দিকেও সতর্ক দৃষ্টি রাখবে আইসিসি। 



আইসিসির মুখপাত্রর ভাষ্যমতে, 'আমরা কখনোই এই ধরণের আচরণ ক্ষমা করার পক্ষে নয় এবং অবশ্যই যথাযথ ব্যবস্থা নিবো যেকোনো অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যা বেশিরভাগ সমর্থকদের আনন্দে ব্যাঘাত ঘটাবে। আমরা স্থানীয় পুলিশ বাহিনীর সাথে কাজ করছি এই ধরণের ঘটনাকে বাঁধা দিতে এবং আমরা নিশ্চিত করতে চাই যে হেডিংলি এবং লিডসের ঘটনা তেমন বড় কিছু প্রভাব ফেলবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball