কিউইদের স্বপ্নে বাঁধ সাধলেন স্টার্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের ৩৭তম ম্যাচে নিউজিল্যান্ডকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে কিউইদের সেমিফাইনালের স্বপ্ন এখনো পেন্ডুলামের মতো দুলছে। লর্ডসে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের দুর্দান্ত স্পেলে ১৫৭ রানেই গুঁটিয়ে যায় কিউইরা। ৯.৪ ওভার বোলিং করে ২৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে। স্টার্ক ছাড়াও জেসন বেহরেনডর্ফ নিয়েছেন ৩১ রানে ২ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স, নাথান লায়ন এবং স্টিভেন স্মিথ।
অস্ট্রেলিয়ান বোলারদের অসাধারণ পারফর্মেন্সে এদিন ম্লান হয়ে গেছে কিউই পেসার ট্রেন্ট বোল্টের হ্যাটট্রিক আনন্দ। এবারের বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক তুলে নিয়েছেন বোল্ট। বিশ্বকাপ ইতিহাসের ১১তম হ্যাটট্রিক এটি। আফগানিস্তানের বিপক্ষে এই টুর্নামেন্টেই প্রথম হ্যাটট্রিক করেছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি। এবার বোল্টও সেই কাতারে নাম লেখেন।
অস্ট্রেলিয়া ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকটি করেছেন বোল্ট। ৫০তম ওভারের তৃতীয় বলে দারুণ খেলতে থাকা খাওয়াজাকে ৮৮ রানে এবং ওভারের চতুর্থ বলে রানের খাতা খোলার আগেই স্টার্ককে বোল্ড করে আউট করেন তিনি। পঞ্চম বলে জেসন বেহরেনড্রফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন বোল্ট।

সবমিলিয়ে ১০ ওভার বোলিং করে ৫১ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন তিনি। তবে বোল্টের দারুণ বোলিংয়ের পরও ৯ উইকেটে ২৪৩ রানের মাঝারি লক্ষ্য নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় অস্ট্রেলিয়া। এর সিংহভাগ কৃতিত্ব উসমান খাওয়াজা এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির। কারণ দলের অন্য ব্যাটসম্যানরা যখন ব্যর্থতার পরিচয় দিয়েছেন তখন দারুণ ব্যাটিং পারফর্মেন্স উপহার দিয়েছেন এই দুই ব্যাটসম্যান। খাওয়াজার ৮৮ এবং ক্যারির ৭১ রানে ভর করেই ২০০ ঊর্ধ্ব পুঁজি পায় অজিরা। এছাড়াও প্যাট কামিন্স অপরাজিত থাকেন ২৩ রান নিয়ে।
বোল্টের পাশাপাশি বল হাতে এদিন ছন্দে ছিলেন লকি ফার্গুসন, জিমি নিশাম। দুই পেসারই পেয়েছেন সমান ২টি করে উইকেট। ২৪৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্টার্কের তোপের মুখে পড়তে হয় কিউইদের। তাঁর অসাধারণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি কোনো ব্যাটসম্যানই। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলতে পেরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াও রস টেলর ৩০ ও মার্টিন গাপটিল ২০ রান করেছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৪৩/৯ (৫০ ওভার) (খাওয়াজা ৮৮, ক্যারি ৭১, স্টয়নিস ৭১; বোল্ট ৪/৫১ )
নিউজিল্যান্ডঃ ১৫৭/১০ (৪৩.৪ ওভার) (উইলিয়ামসন-৪০, টেলর- ৩০; স্টার্ক-৫/২৬, বেহরেনডর্ফ-২/৩১)