ভারতের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন না মরগান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ম্যাচটিকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন না ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। আগামীকাল রবিবার বার্মিংহামের এজবাস্টনে বিরাট কোহলিদের মুখোমুখি হবে ইংল্যান্ড।
ইংল্যান্ড দলপতির মতে এর থেকে অনেক কঠিন পরীক্ষা দিতে হয়েছে তাঁকে। মরগান বলেছেন, 'আমি মনে করি না যে এটি অধিনায়ক হিসেবে আমার সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি এর আগে আরও বেশি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।'

সর্বশেষ ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে ২-১ এ ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেই সিরিজটি থেকে আত্মবিশ্বাসএর খোরাক পাচ্ছেন মরগান। আগামীকাল মাঠে নামার আগে তাই ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, 'আমরা ভারতকে শেষ দেখায় হারিয়েছি যখন তারা আমাদের এখানে সফর করেছিল, তাই আমরা বেশ আত্মবিশ্বাসী।'
ইংল্যান্ডে খেলা হলেও এজবাস্টনে ভারতীয় সমর্থকদের কমতি থাকবে না বলে বিশ্বাস মরগানের। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এই মাঠেই খেলেছিল ইংল্যান্ড এবং ভারত। সেই ম্যাচে ইংল্যান্ডকে ৫ রানে পরাজিত করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। সেবারও মাঠে ভারতের সমর্থন ছিল অসাধারণ।
এই বিষয় মেনে মরগান বলেছেন, 'আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে এখানে খেলেছিলাম। এখানে ভারতীয়দের সমর্থকদের অসাধারণ ছিল, তবে ছেলেদের এর জন্য প্রস্তুত থাকতে হবে।'