আফ্রিদির বোলিং তোপে আফগানদের মাঝারি সংগ্রহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ৩১তম ম্যাচে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। এদিন হেডিংলিতে বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে মাঝারি পুঁজি নিয়ে মাঠ ছাড়ে গুলবাদিন নাইবের দল।
আফ্রিদি ১০ ওভারে ৪৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন। ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিমও ভালো বোলিং করেছেন। ২টি করে উইকেট পেয়েছেন দুজনই। পাকিস্তানের বোলিং তোপে হাফসেঞ্চুরি হাঁকাতে পারেননি কোনও আফগান ব্যাটসম্যানই। আসগর আফগান এবং নাজিবউল্লাহ জাদরান দুজনই ৪২ রান করে করেছেন। এছাড়াও ৩৫ রান এসেছে রহমত শাহর ব্যাট থেকে।
ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান দলপতি নাইব। এরপর খেলতে নেমে ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের পঞ্চম ওভারে চতুর্থ বলে নাইবকে ফিরিয়ে দেন আফ্রিদি।

ঠিক পরের বলেই হাশমতউল্লাহ শহীদিকে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ বানিয়ে হ্যাট্রিকের আশা জাগিয়ে তোলেন তিনি। যদিও শেষ পর্যন্ত আর সেটি হয়নি। দলীয় ৫৭ রানের সময় ওপেনার রহমত শাহ ফিরে গেলে ব্যাটিংয় বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ইমাদের প্রথম শিকার হয়ে ফিরতে হয়েছে তাঁকে।
দ্রুত ৩ উইকেট খুইয়ে ফেলা আফগানিস্তান কিছুটা তল খুঁজে পায় আসগর আফগান এবং ইকরাম আলিখিলের ব্যাটে। চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি গড়ে দলকে শতকের কোটা পার করান এই দুই ব্যাটসম্যান। তবে ২৬তম ওভারের দ্বিতীয় বলে আসগরকে বোল্ড করে এই জুটি ভাঙ্গেন সাদাব খান।
আসগরের বিদায়ে আফগান শিবিরে আবারও শুরু হয় ভাঙ্গন। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবি এবং নাজিবউল্লাহ জাদরান ৪২ রানের জুটি না গড়তে পারলে হয়তো সম্মানজনক পুঁজি দাঁড়া করাতে সক্ষম হতো না আফগানিস্তান। সপ্তম উইকেটে সামিউল্লাহ শেনওয়ারি এবং জাদরানের ৩৫ রানের জুটিটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ২২৭/৯ (৫০ ওভার) (আসগর-৪২, জাদরান-৪২; আফ্রিদি-৪/৪৭, ওয়াহাব-২/২৯)