promotional_ad

দাপুটে জয় থেকেও নেয়ার কিছু দেখছেন না ডু প্লেসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়েও খুব বেশি সন্তুষ্ট নন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসি। বিশ্বকাপের গত ম্যাচে লঙ্কানদের ৯ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়লেও ভাগ্য খুব একটা পরিবর্তন হয়নি দক্ষিণ আফ্রিকার। ৫ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকা দলটি এরই মধ্যে ছিটকে পড়েছে  টুর্নামেন্ট থেকে। 


তাই সংবাদ সম্মেলনে খুব বেশি উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়নি ডু প্লেসিকে। যদিও দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট তিনি।  শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় উইকেটে ১৭৫ রানের জুটি গড়েন হাশিম আমলা এবং অধিনায়ক ডু প্লেসি। সেই জুটিই দলের জয় নিশ্চিত করে। 



promotional_ad

ডু প্লেসি বলেছেন, 'এই জয়টি কিছুটা মধুর, তবে খুব বেশি নয়। এরই মধ্যে অনেক বেশি দেরি হয়ে গেছে। তবে মূল ব্যাটিংটা আমরা আজ দেখিয়েছি। আমরা তাদের কাছ থেকে সেভাবে ব্যাটিংটা পাইনি এবং বড় জুটিও পাইনি। তবে আজ তেমনটি হয়নি। একটি বড় জুটি এবং হঠাৎ করে সবকিছু সহজ হয়ে গেছে।'   


বল হাতে এই ম্যাচে দারুণ উজ্জ্বল ছিলেন ডানহাতি পেসার ডোয়াইন প্রিটোরিয়াস। ১০ ওভারে ২৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তিনি। তাঁর এই বোলিংই পার্থক্য গড়ে দিয়েছিল ম্যাচের। অধিনায়ক ডু প্লেসিও তাই প্রশংসায় ভাসাতে ভুল করেননি তাঁকে। 


তাঁর ভাষায়, 'প্রিটোরিয়াস ব্যতিক্রমী ছিল। আমরা তাঁকে একাদশে নেয়ার জন্য চেষ্টা করে আসছিলাম, তবে সবকিছু ভারসাম্য রাখতে হবে। উইকেটের চরিত্র আমাকে দেখিয়েছে যে সোজা বল করতে হবে আমাদের, এই কারণে আমি ডোয়াইন এবং আন্দাইলকে শুরুতে এনেছিলাম।'



উল্লেখ্য আগামী ৬ই জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সাড়ে ছয়টায় মাঠে গড়াবে এই ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball