আফগানিস্তানে একটি পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। একাদশে দওলত জাদরানের পরিবর্তে হামিদ হাসানকে দলে ভিড়িয়েছে তাঁরা।
অপরদিকে অপরিবর্তিত একাদশ রেখেছে পাকিস্তান। লিডসের হেডিংলিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াতে যাচ্ছে ম্যাচটি।
ইতোমধ্যেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নাইব।

সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচে জিততেই হবে পাকিস্তানকে। সর্বশেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার পথে একধাপ এগিয়ে গিয়েছে তারা।
অপরদিকে সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৬২ রানে হার মানে আফগানিস্তান। আসরের শুরু থেকে হুঙ্কার দিয়ে আসলেও ম্যাচে তার প্রতিফলন দেখাতে পারেনি আফগানিস্তান।
পাকিস্তান একাদশঃ- সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।
আফগানিস্তান একাদশঃ- গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, হামিদ হাসান ও মুজিব উর রহমান।