রশিদ-মুজিবরা ভাবাচ্ছে সরফরাজদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে। কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে থাকা পাকিস্তান অবশ্য গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতর্ক আফগানদের নিয়ে।
বিশেষ করে আফগান স্পিনাররা বাড়তি ভাবনায় রেখেছে পাকিস্তানকে। এখন পর্যন্ত বিশ্বকাপে একটি ম্যাচে না জিতলেও তাদেরকে ভয়ঙ্কর দল হিসেবে মানছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

তাই গুলবাদিন নাইবের দলকে হাল্কাভাবে নিচ্ছে না ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বাঁচা-মরার এই ম্যাচে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েই মাঠে নামবে বাবর আজম-হারিস সোহেলরা।
সরফরাজ বলেন, 'আমাদের মনোযোগ এখন সম্পূর্ণ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। এরপর আমরা বাংলাদেশকে নিয়ে ভাববো।
আফগানিস্তান খুবই ভয়ঙ্কর দল, কারণ তাঁদের বিশ্বমানের কয়েকজন স্পিনার আছে। তাই ওদেরকে হাল্কাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত হয়েই মাঠে নামবো।'
বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামার আগে আফগানিস্তানের বিপক্ষে তিক্ত অভিজ্ঞতা রয়েছে পাকিস্তানের। কারণ আসর শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হেরেছিল সরফরাজ আহমেদের দল।
সেই ম্যাচে মোহাম্মদ নবি ৩টি এবং রশিদ খান নিয়েছিলেন ২টি উইকেট। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সতর্ক থাকছে পাকিস্তান।