promotional_ad

বিশ্বকাপে সর্বকালের সেরা হওয়ার দৌড়ে সাকিব

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে আর মাত্র ১৫০ রান করতে পারলেই সনাৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, ক্রিস গেইল, তিলকারত্নে দিলশান, অরবিন্দ ডি সিলভাদের ছাড়িয়ে যাবেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার। 


বিশ্বকাপে ২৭ ম্যাচ খেলা সাকিব ৪৪.১৭ গড়ে এক হাজার ১৬ রান সংগ্রহ করেছেন। একইসঙ্গে বল হাতে ৫.১৩ ইকোনমি রেটে তাঁর শিকার ৩৩ উইকেট। যা বিশ্বকাপে যেকোনো বোলারের সর্বোচ্চ।  


রানের হিসাবে ছয় নম্বরে থাকা সাকিবের ঠিক ওপরে আছেন লঙ্কান কিংবদন্তি অরবিন্দ ডি সিলভা। ৩৫ ম্যাচে ১ হাজার ৬৪ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৩৬.৬৯। আর বল হাতে ৪.৯৭ ইকোনমিতে নিয়েছেন ১৬ উইকেট।   



promotional_ad

তালিকার শীর্ষে আছেন আরেক লঙ্কান কিংবদন্তি জয়াসুরিয়া। ৩৮টি ম্যাচে ৩৪.২৬ গড়ে সবচেয়ে বেশি এক হাজার ১৬৫ রানের মালিক তিনি। আর বল হাতে ৪.৮৩ ইকোনমি রেটে তাঁর শিকার ২৭ উইকেট। 


এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে আছেন ক্যালিস, গেইল ও দিলশান। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার ক্যালিস ৩৬ ম্যাচে ৪৫.৯২ গড়ে এক হাজার ১৪৮ রান সংগ্রহ করেছেন এবং বল হাতে তাঁর শিকার ২১ উইকেট। 


ক্যারিবিয়ান তারকা গেইলের সংগ্রহ ৩৩ ম্যাচে ৩৭.৯৩ গড়ে এক হাজার ১৪৪ রান। ৪.৯৪ ইকোনমিতে ১৫ উইকেট নিয়েছেন তিনি। তালিকার চার নম্বরে থাকা দিলশানের সংগ্রহ ২৭ ম্যাচে ৫২.৯৫ গড়ে এক হাজার ১১২ রান। বল হাতে ৪.৪১ ইকোনমিতে ১৮ উইকেট পেয়েছেন এই লঙ্কান। 


বিশ্বকাপে নূন্যতম ১০ উইকেট ও ৬০০ রান করা অলরাউন্ডারদের তালিকায় ১ হাজার ১৬ রান করা সাকিবের অবস্থান ষষ্ঠ। আর মাত্র ১৫০ রান করতে পারলেই জয়াসুরিয়াকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ডার হয়ে যাবেন সাকিব।



অবশ্য রানের দৌড়ে গেইলও ভালোভাবেই আছেন। জয়াসুরিয়াকে টপকাতে গেইলের দরকার ২১ রান। যেভাবে সাকিব এগোচ্ছেন, এই রেকর্ডটি যে তাঁর নামের পাশেই বসতে যাচ্ছে তা অনুমেয় বলা যায়। তবে শেষ পর্যন্ত সাকিব সেটা না করতে পারলে সেটাই হবে আশ্চর্যের ব্যাপার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball