বাংলাদেশকে নিয়ে সতর্ক হও, পাকিস্তানকে শোয়েব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য পাকিস্তানকে সতর্ক করেছেন শোয়েব আখতার। এই ম্যাচ দিয়ে পাকিস্তান সম্মান হারাতে পারে আবার সম্মান অর্জন করতেও পারে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানকে হারাতে হবে পাকিস্তানকে। তবে টানা দুটি ম্যাচে জিতলেই হবে না সফরাজ আহমেদদের। চেয়ে থাকতে হবে ইংল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকেও।

ইংলিশরা এক ম্যাচ হারলে তখনই পাকিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে থাকবে। সব মিলিয়ে এখন সমীকরণর গোলকধাঁধার মধ্যে আছে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। তারপরও পাকিস্তানের সেমিফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী শোয়েব।
তিনি বলেন, 'বিশ্বকাপ জমে উঠেছে এখন। তবে এখনই পাকিস্তানকে উত্তেজিত হওয়া যাবে না। তাদের এখনও বড় একটি ম্যাচ বাকি আছে। সেটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এটা পাকিস্তানের জন্য সম্মান রক্ষার ম্যাচ হতে পারে, আবার সম্মান হারানোর ম্যাচও হতে পারে। পরিস্থিতির মতো ম্যাচটিও পাকিস্তানের জন্য ভয়ানক।
বাংলাদেশের বিপক্ষে তাদের সতর্ক করছি আগেই। সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানকে আরও দুটি ম্যাচে জিততেই হবে। তাহলেই তারা সেমিফাইনালের জন্য আশা রাখতে পারে। সে জন্য অবশ্য ভারতকে আমাদের সাহায্য করতে হবে। তাদেরকে ইংল্যান্ডকে হারাতে হবে।'
২৯শে মে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠে নামবে পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ই জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল।