promotional_ad

পাকিস্তানকে আটকাতে বাংলাদেশের কাছে হেরে যাবে ভারত!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


পাকিস্তানের সেমিফাইনালের পথ রোধ করতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে ইচ্ছা করে হারবে ভারত, এমনই ধারণা পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির। এই দুই দলের বিপক্ষে ভারত পরাজিত হলে শেষ চারে যাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়বে পাকিস্তান।


পয়েন্ট টেবিলে বাংলাদেশের পরে অবস্থান পাকিস্তানের। ৭ ম্যাচে ৩ জয় নিয়ে মাশরাফিদের সমান ৭ পয়েন্ট পেলেও রান রেটে পিছিয়ে আছে সরফরাজ আহমেদের দল। তাই শেষ চারে পা রাখতে হলে আফগানিস্তান এবং বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। একই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ফলাফলের দিকে।



promotional_ad

পাকিস্তানকে সেমিফাইনালে দেখতে চাইবে না ভারত উল্লেখ করে বাসিত আলি বলেছেন, 'ভারতের ম্যাচ হয়েছে ৫টি, তারা কোনো দিনই চাইবেনা পাকিস্তান সেমিফাইনাল খেলুক। তাদের দুটি ম্যাচ আছে বাংলাদেশ এবং শ্রীলংকার সঙ্গে। তারা আফগানিস্তানের সঙ্গে কেমন খেলেছে সবাই দেখেছে।'



শেষ দুই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড হেরে যাওয়ায় সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন উজ্জ্বল হয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। এমন অবস্থায় ভারত যদি ইংল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে শেষ তিন ম্যাচে হারাতে পারে তাহলে পাকিস্তানের জন্য শেষ চারের রাস্তা সহজ হয়ে যাবে। তবে বাসিত বলছেন ভিন্ন কথা, 'পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে ভারত ইচ্ছাকৃতভাবে হেরেও বসতে পারে, কিন্তু এটা কেউ মুখ ফুটে প্রকাশ করবে না।'  



বৃহস্পতিবার (২৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ ম্যাচ খেলতে মাঠে নেমেছে ভারত। ৩০ জুন স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। ২ জুলাই বাংলাদেশের বিপক্ষে খেলার পর ৬ জুলাই শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন কোহলিরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball