এখনই বাংলাদেশকে নিয়ে ভাবছে না পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। নিজেদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ এবং আফগানিস্তানকে হারালে সেমিফাইনালের টিকিট পেতে পারে দলটি।
সামনে এমন সমীকরণ থাকলেও এখনই টুর্নামেন্টের শেষ নিয়ে ভাবছে না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজম জানিয়েছেন, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তাঁরা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে ভাবতে চায় না ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। বাবর বলেন, 'আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। শেষে কী হবে সেটা নিয়ে ভাবছি না। পরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে, সেটা জিতে এরপর বাংলাদেশকে নিয়ে ভাববো আমরা।'
প্রতিটি ম্যাচকেই সমান গুরুত্ব দিচ্ছেন বাবর। তাঁর ভাষ্যমতে, 'মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি। সবগুলো ম্যাচই বাঁচা-মরার। পরিকল্পনা আপাতত এটাই যে জিততেই হবে। সবাই শতভাগ দিতে প্রস্তুত।'
২৯ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ মাঠে নামবে পাকিস্তান। এই ম্যাচের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫ জুলাই বাংলাদেশের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের দল।