সেপ্টেম্বরে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দেশের মাটিতে চলতি বছরের সেপ্টেম্বরে আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
এরই মধ্যে সিরিজটির সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যদিও সেই সূচিতে শুধু আফগানিস্তানের ম্যাচগুলো উল্লেখ করেছে তারা।
সেই অনুযায়ী ১৪ই সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টুয়েন্টিতেে অংশ নিবে আফগানরা।
পরদিন অর্থাৎ ১৫ই সেপ্টেম্বর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে তারা। ১৮ তারিখ তৃতীয় ম্যাচটিও বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান।
পরবর্তীতে ২০শে সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে আফগানরা।

২৩শে সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় এই টি টুয়েন্টি সিরিজ। সিরিজটির সূচি প্রকাশ করলেও এখনও ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয়নি।
ত্রিদেশীয় টি টুয়েন্টি সিরিজের সূচিঃ
১। ১৪ই সেপ্টেম্বরঃ আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে
২। ১৫ই সেপ্টেম্বরঃ আফগানিস্তান বনাম বাংলাদেশ
৩। ১৮ই সেপ্টেম্বরঃ আফগানিস্তান বনাম বাংলাদেশ
৪। ২০শে সেপ্টেম্বরঃ আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে
৫। ২৩শে সেপ্টেম্বরঃ ফাইনাল
সূত্রঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড