রাসেলের চোট নিয়ে জুয়া খেলেছে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাঁ হাটুতে চোট থাকা সত্ত্বেও আন্দ্রে রাসেলকে চার ম্যাচ খেলিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কারণ দলের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সার্ভিস থেকে বঞ্চিত হতে চায়নি তারা। কিন্তু এই চোটই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় রাসেলের জন্য।
এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন তিনি। তবে বিশ্বকাপ বলেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেননি রাসেল। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে খেলেছেন ব্যথা নিয়ে।

ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বলেছেন, 'আমি এই আত্মত্যাগ করেছি লড়াই করার জন্য এবং ব্যথাকে পেছনে ফেলেছি। আমি পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই ব্যথা অনুভব করেছি। তবে এটি বিশ্বকাপ এবং আমার মাথায় ছিল যে মানুষ আন্দ্রে রাসেলের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে।'
চোট নিয়ে খেলা চালিয়ে যাওয়া যে কতটা চ্যালেঞ্জিং সেটাও স্বীকার করেছেন রাসেল। তাঁর ভাষায়, 'আমি জানতাম যে এটি অনেক চ্যালেঞ্জিং হবে কারণ আমার হাঁটুর সমস্যা ছিল। এটি আমাকে যে আগামী কয়েক বছর উদ্বেগের মধ্যে রাখবে সেটি আমি জানতাম।'
চোট নিয়ে খেলা চালিয়া যাওয়াতে অবশ্য দুঃখ নেই রাসেলের। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া এই ক্যারিবিয়ান বলেছেন, 'আমার কোনও দুঃখ নেই। আমি জানতাম এটি বেশ কঠিন হতো আমার জন্য।'
হাটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রাসেলের। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আগে চার ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছেন রাসেল।