সবার আগে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঙ্গলবার বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৬৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অজিরা এখন তালিকার শীর্ষে।
অজিদের জয়ের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুতে ব্যাটিং করতে নেমে তাঁর সেঞ্চুরির সুবাদে ইংলিশদের সামনে ২৮৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে দুই অজি পেসার জেসন বেহরেনডর্ফ এবং মিচেল স্টার্কের দারুণ বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশ্বকাপের আয়োজকদের ইনিংস থামে ২২১ রানেই।
১০ ওভারে ৪৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার বেহরেনডর্ফ। অপরদিকে স্টার্ক নিয়েছেন ৪৩ রানে ৪ উইকেট। আর একটি উইকেট পেয়েছেন মার্কাস স্টয়নিস। অজিদের বোলিং তোপে বেন স্টোকস ছাড়া আর কেউই তেমন সুবিধা করতে পারেননি। ১১৫ বলে ২ ছয় এবং ৮ চারের সাহায্যে ৮৯ রানের ইনিংস খেলেন এই অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার জনি বেয়ারস্টো।

টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান। ফিঞ্চের সেঞ্চুরি এবং ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে অজিরা। ১১৬ বলে ১১টি চার ও দুটি ছক্কায় ১০০ রান করেন অধিনায়ক ফিঞ্চ। ৬১ বলে ৫৩ রান করেন ওয়ার্নার। এ ছাড়া স্টিভেন স্মিথ এবং অ্যালেক্স ক্যারি; দুজনই ৩৮ রান করে করেন।
ইংল্যান্ডের পক্ষে ক্রিস ওকস ৪৬ রানে ২ উইকেট শিকার করেছেন। আর একটি করে উইকেট পেয়েছেন জোফরা আর্চার, মার্ক উড, বেন স্টোকস এবং মঈন আলী। অজিদের কাছে হার মানা ইংল্যান্ড ৮ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ২৮৪/৭ (৫০ ওভার) ( ফিঞ্চ-১০০, ওয়ার্নার- ৫৩; ওকস-২/৪৬, স্টোকস-১/২৯)
ইংল্যান্ডঃ ২২১/১০ (৪৪.৪ ওভার) (স্টোকস-৮৯, বেয়ারস্টো-২৭; বেহরেনডর্ফ-৫/৪৪, স্টার্ক-৪/৪৩)