দিনের সেরাঃ সেঞ্চুরিয়ান ফিঞ্চ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাট হাতে ফর্মের তুঙ্গে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ডানহাতি এই ওপেনার এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি। যার শেষটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে।
মঙ্গলবার ঐতিহাসিক লর্ডসে ইংলিশদের মুখোমুখি হয়ে ১১৬ বলে ১০০ রানের ইনিংস খেলেছেন ফিঞ্চ। যেখানে ২টি ছয় এবং ১১টি চার মেরেছেন তিনি। অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ে শুরুতে ব্যাটিং করা অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নেমে জেসন বেহরেনডর্ফ এবং মিচেল স্টার্কের বোলিং তোপে ২২১ রানে গুঁটিয়ে যায় ইংল্যান্ড। ফলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। বাঁহাতি পেসার বেহরেনডর্ফ ১০ ওভারে ৪৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন।
অপরদিকে স্টার্ক নিয়েছেন ৪৩ রানে ৪ উইকেট। বেহরেনডর্ফ এবং স্টার্ক বল হাতে ভূমিকা রাখলেও শুরুতে বড় স্কোরের ভিতটা গড়ে দেন ওপেনার ফিঞ্চ। তাই ম্যাচ সেরার পুরস্কার তাঁর ঝুলিতেই উঠেছে।
এখন পর্যন্ত ৭ ম্যাচে ৭০.৮৫ গড়ে ৪৯৬ রান সংগ্রহ করেছেন ফিঞ্চ। ২টি সেঞ্চুরি ছাড়াও তাঁর রয়েছে ৩টি হাফসেঞ্চুরি। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন তিনি।