সাকিব বন্দনায় উথাপ্পা

ছবি: ছবিঃ রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসানকে যোদ্ধা হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা। সাকিব দলকে একাই জয় এনে দিতে সক্ষম বলে বিশ্বাস করেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসঙ্গে খেলেছেন সাকিব-উথাপ্পা।

বাংলাদেশ অলরাউন্ডারকে খুব কাছ থেকে দেখা উথাপ্পা ভূয়সী প্রশংসা করে বলেছেন, 'সাকিব একজন যোদ্ধা। সে ম্যাচ জিততে চায়। জয়ে সামিল হতে চায়। একা হাতে দলের জন্য জয় এনে দিতে চায়, সাকিব এমন একজন খেলোয়াড়।'
উথাপ্পার মতে যেকোনো দায়িত্ব কাঁধে নিতে সদা প্রস্তুত থাকেন সাকিব। ওপেনিংয়ে বোলিং করা থেকে শুরু করে তিন নম্বরে আদর্শ ভূমিকা পালন করতেও জুড়ি নেই তাঁর। উথাপ্পার ভাষ্যমতে, 'আপনি যেকোনো দায়িত্ব দিতে চান, সে সব সময় রাজি থাকবে। বোলিংয়ে ওপেন করতে বলবেন, সে প্রস্তুত। একদিন চাইবেন তিন নম্বরে এসে দায়িত্ব পালন করতে, সে এসে করে দেবে।'
সাকিবকে একজন আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবেও বিবেচনা করেন উথাপ্পা। উইকেট শিকারের ক্ষুধা নিয়ে সাকিব সব সময় মাঠে নামেন বলে মনে করেন ভারতীয় এই ক্রিকেটার। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান বলেছেন, 'ক্রিকেটার হিসেবে সাকিবের মানসিকতা সবসময় আক্রমণাত্মক। সব সময় উইকেট ও রানের খোঁজে থাকে সে।'