promotional_ad

ভারতের স্পিনারদের ভয় পাচ্ছে না বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতীয় স্পিনারদের বেশ স্বাচ্ছন্দ্যেই সামলাতে পারবে বাংলাদেশের ব্যাটসম্যানেরা, বিশ্বাস স্পিন বোলিং কোচ সুনীল যোশির। ভারতের সাবেক এই ক্রিকেটার মনে করেন কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহালদের বিপক্ষে তেমন সমস্যায় পড়তে হবে না সাকিব-তামিমদের। 


বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে আফগান স্পিনার মুজিব উর রহমান ছাড়া আর কোনও স্পিনার ভালো করতে পারেননি। ১০ ওভার বোলিং করে ৩৯ রান খরচায় ৩ উইকেট শিকার করেছিলেন মুজিব। তবে রশিদ খান এবং মোহাম্মদ নবিদের ভালোভাবেই সামলেছে টাইগাররা। আর তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে আশান্বিত যোশি।



promotional_ad

ম্যাচ শেষে তিনি বলেছেন, 'আমরা সবাই জানি তারা (ভারতীয়রা) স্পিন ভালো খেলে। তবে আমরাও ভালো খেলি, আমরা স্পিন অনেক ভালো খেলি এবং আফগানিস্তানের বিপক্ষেও ভালো খেলেছি।'


বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দুই সিরিজে জয় পেয়েছে তারা। বাংলাদেশের সামর্থ্য নিয়ে তাই সন্দেহ নেই যোশির। 


বাংলাদেশ নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট খেলছে উল্লেখ করে তিনি বলেছেন, 'আমরা সাদা বলের ফরম্যাটে নিজেদের প্রমাণ করেছি এবং আয়ারল্যান্ডে ম্যাচ জিতেছিলাম। আমরা ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের এবং তাদের মাটিতে হারিয়েছি। আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেট আছে। লিটন দাস, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালরা আছে ব্যাটিংয়ে, এরপর মাশরাফি মর্তুজা ও অন্যান্যরা আছে বোলিংয়ে।' 
 
নিজ দেশ বলেই ভারতের দুর্বলতা এবং শক্তিমত্তা সম্পর্কে ওয়াকিবহাল যোশি। বিরাট কোহলির দলের বিপক্ষে কিভাবে খেলতে হবে সেই দীক্ষা শিষ্যদের দিতে চান সাবেক এই স্পিনার। বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলেছেন, 



'আমাদের কোয়ালিটি স্পিনার আছে, ভারতেরও তাই। প্রতিটি দলের শক্তিমত্তা এবং দুর্বলতা আছে। আমি ভারতকে খুব কাছ থেকে দেখেছি যখন আমরা তাদের বিপক্ষে খেলেছি। আমরা জানি তাদেরকে কোথায় বোলিং করতে হবে।' 


আগামী ২রা জুলাই ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখতে হলে  ৭ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে থাকা বাংলাদেশকে জিততে হবে এই ম্যাচটিতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball