ভারত ম্যাচের আগে পেসারদের প্রতি সাকিবের আহ্বান

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম ১০ ওভারের মধ্যে অন্তত ২ উইকেট তুলে নিতে পারলে স্পিনারদের জন্য কাজটা সহজ হয়ে যায়, বিশ্বাস বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম পাওয়ার প্লেতে মাত্র একবার ২ উইকেট শিকার করতে পেরেছে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে গত ম্যাচেও ব্যাটিং পাওয়ার প্লেতে উইকেট না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে বাংলাদেশকে। সেই ম্যাচে আফগানদের দ্বিতীয় উইকেট পড়েছিল ২১তম ওভারে। তাই এই বিষয়টি ভাবাচ্ছে সাকিবকে।

আগামী ম্যাচে পরাশক্তি ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেতে হলে পাওয়ার প্লেতে ব্রেক থ্রু এনে দিতে হবে পেসারদের। বিশেষ করে ফর্মের তুঙ্গে থাকা ওপেনার রোহিত শর্মাকে ফেরাতে হবে দ্রুত।
সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, 'প্রতি ম্যাচেই আসলে ভালো শুরু না করতে পারলে অনেক কঠিন হয়ে যায়। প্রথম ১০ ওভারে যদি ২টি উইকেট নেয়া যায় তাহলে সবথেকে ভালো জিনিসটি হতে পারে। তিনটি হলে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তবে অন্তত আমাদের লক্ষ্য দুটি উইকেট নেয়া।'
পাওয়ার প্লেতে উইকেট না নিতে পারলে স্পিনারদের ওপর চাপ পড়বে বেশি বলে মনে করছেন সাকিব। পেসাররা নতুন ব্যাটসম্যানদের বোলিং করার সুযোগ পান। তাছাড়া, শুরুতেই ব্যাটসম্যানদের চাপে ফেলার সুযোগ থাকে তাদের। তাই এটাকে পেসারদের সুবিধা বলে মনে করেন সাকিব।
তাঁর ভাষ্যমতে, 'প্রথম ১০ ওভারে উইকেট না নিতে পারলে যখন স্পিনাররা আসে তখন তারা ব্যাটসম্যানদের চাপ দিতে পারে না। কারণ দুটি ব্যাটসম্যানই সেট থাকে। তাই ওরা অনেক সহজে খেলতে ফেলতে পারে। আর উইকেট যদি নিয়মিত বিরতিতে পড়তে থাকে তাহলে আসলে স্পিনারদের অনেক একটা হেল্প থাকে। তাদের সুবিধা থাকে যে যারা নতুন ব্যাটসম্যানকে বোলিং করতে পারবে এবং চাপে ফেলতে পারবে।'